হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই। সাক্ষাৎকারের ক্ষেত্রে কেবলমাত্র অল্প কিছু ব্যতিক্রম আছে । সাক্ষাৎকার থেকে অব্যাহতিপ্রাপ্ত ভিসা ক্লাসের বিশদ বিবরণের জন্য, দয়া করে " সাক্ষাৎকার অব্যাহতি ও ভিসা নবায়ন" এবং "শিশুদের জন্য ভিসা" দেখুন। সাধারণত, নিম্নলিখিত আবেদনকারীদের ব্যক্তিগত ভাবে উপস্থিত হতে হয় নাঃএ-১,এ-২(কেন্দ্রিয় সরকারের কারণে সরকারি যাত্রীরা)সি-২,সি-৩(কেন্দ্রিয় সরকারী কর্মচারি যারা কেন্দ্রিয় সরকারের কাজে যাত্রাপথে আছেন)জি-১,জি-২,জি-৩,জি-৪(কেন্দ্রিয় সরকারী কর্মচারি যারা একটি আন্তর্জাতিক সংস্থার সূত্রে যাত্রা করছেন বা কোনো আন্তর্জাতিক সংস্থার কর্মচারি)-এর আবেদনকারীদের।