প্রঃ কে “শিশু” হিসেবে বিবেচিত হবে?
উঃ সেই ব্যক্তিকে শিশু হিসেবে বিবেচনা করা হবে যে অবিবাহিত এবং যার বয়স সীমা ১৮ বছরের মধ্যে। বাবা মা তাদের সন্তানের সাথে সাক্ষাৎকারের সময় সাথে যেতে পারবেন যদি সন্তানের বয়স ১৮ বছরের নিচে হয়। গুরুতর অক্ষমতায় ভুগছেন এমন যেকোন সন্তানের সাথে বাবা মা সাক্ষাৎকারে সময় সাথে যেতে পারবেন।
প্রঃ শিশুদের কি ভিসা প্রয়োজন?
উঃ সাধারনত ইউনাইটেড স্টেটসে যাত্রা করার জন্য শিশু সহ সকল যাত্রীকেই ভিসা নিতে হবে অথবা ভিসা ওয়েভার প্রোগ্রামের মাধ্যমে বিনা ভিসায় যাত্রা করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে।
প্রঃ শিশুদেরও কি প্রাপ্তবয়স্কদের মত একই মুল্যের আবেদনপত্র ফি জমা দিতে হবে?
উঃ হ্যাঁ
প্রঃ শিশুদের কি একটি সাক্ষাতকারের এপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে?
উঃ সাধারনত সকল ননইমিগ্রেন্ট ভিসার আবেদনকারীদের ব্যক্তিগতভাবে ইন্টারভিউতে উপস্থিত হতে হয় যদি না তারা সাক্ষাতকার অব্যাহতির জন্য যোগ্য হয়ে থাকেন। তবে , একজন কনস্যুলার অফিসারই সিন্ধান্ত দিবেন যে আবেদনকারীকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে কি না।
প্রঃ একজন শিশুকে কি কি কাগজপত্র আনতে হবে?
উঃ মূলত ননইমিগ্রেন্ট ভিসার আবেদন প্রাথমিকভাবে একটি কাগজপত্র ভিত্তিক প্রক্রিয়া নয়। অনেক ক্ষেত্রেই ডিএস ১৬০ ও সাক্ষাৎকারের সময় প্রদত্ত তথ্যই কনস্যুলার অফিসারের কাছে আপনার ভিসা প্রদানের যোগ্যতা নির্ধারণ করার জন্য যথেষ্ঠ বলে গন্য হয় ।তারপরও আমাদের পরামর্শ্ হচ্ছে, যে সকল কাগজাদি ভিসা পাওয়ার যোগ্যতা প্রমান করে সে সমন্ত কাগজাদি প্রস্তুত রাখার জন্য যাতে চাওয়া মাত্র প্রদান করা যায়। আমাদের সর্বোচ্চ পরামর্শ্ হচ্ছে আপনি বিস্তারিতভাবে আপনার ব্যক্তিগত পরিস্থিতি ব্যাখ্যা করুন, কেন আপনি মার্কিন পরিদর্শন করতে চান?, অধ্যয়ন এ যাচ্ছেন , পরিবার পরিদর্শন করতে যাচ্ছেন ? ইত্যাদি। কনস্যুলার অফিসার বিবেচনা করবেন যে আপনার ভ্রমনের কারনটি গ্রহনযোগ্য কি না বা আপনি আবার আপনার দেশে ফিরত আসবেন কিনা । যেমন আপনি কি আপনার স্কুল, পরিবার অথবা আপনার পোষা প্রানীর জন্য ফিরে আসবেন।
যেহেতু প্রত্যেক প্রার্থীর ভিন্ন ভিন্ন পরিস্থিতি তাই ভুল উত্তরের কোন সুযোগ নেই। অন্য কথায়, অতিরঁজিত বা বাড়িয়ে কিছু বলবেন না, তাই বলুন যা আপনার ভাবনা। অফিসারের প্রশ্নটি আগে শুনুন এবং তার সঠিক উত্তর দিন, কেন আপনি যেতে চাচ্ছেন, কি কারণে আপনি দেশে ফিরে যেতে বাধ্য হবেন, যদি আপনার ভ্রমণ করার উদেশ্যটি সঠিক হয় এবং দেশে ফিরে আসার কারণ গ্রহণ যোগ্য মনে হয় ও আপনি ভিসার সঠিক ব্যবহার করবেন বলে মনে হয় তাহলে আপনি সম্ভবত ভিসা পাবেন। কনস্যুলার অফিসার অবশ্যই মার্কিন আইন এবং আপনাকে অভিবাসন করতে ইচ্ছুক এই ধারনাকে অনুরসণ করবেন।
- ইউ এস টুরিষ্ট ভিসা আবেদনের পূর্বে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি।
- কেন আমেরিকার ভিসা আবেদনে ফেসবুক আইডি গুরুত্বপূর্ণ।
- আমেরিকার ভ্রমন ভিসা রিফিউজ এর কারন গুলি –
- আপনি কি আমেরিকার ৫ বছরের মাল্টিপল ভিসা পেতে আগ্রহী?
- ভিসা ইন্টারভিউতে যে সহজ প্রশ্নের উত্তর ৯০% মানুষ ভুল করে!
- আমেরিকান ভিসা নিয়ে আমাদের ভাবনা
- আমেরিকায় পরিবার বা স্পাউস ভিসা-