যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রার্থী বাংলাদেশী খাজা শাহাব

যুক্তরাষ্ট্রের বহু প্রতীক্ষিত মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে এতে সিনেট, কংগ্রেস, টেস্ট রিপ্রেজেন্টেটিভ, টেস্ট গভর্মেন্ট ও কাউন্টি কমিশনার পদে ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে মুখোমুখি হবেন।

নির্বাচনে বাংলাদেশী বংশোভূত সিলেট জেলার কানাইঘাট উপজেলার খাজা বাড়ির কৃতি সন্তান মিশিগান স্টেট্ ওয়ারেন স্টার্লিং হাইটের ডেমক্রেটিক প্রার্থীর একজিকিউটিভ ট্রাস্টি খাজা শাহাব আহমেদ অন্যতম। তিনি আরও চার মার্কিন নাগরিক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে মাঠ পর্যায়ে এই বাংলাদেশী প্রার্থীর অবস্থা বেশ মজবুত।
উল্লেখ্য, খাজা শাহাব আহমেদ মার্কিন রাজনীতির মূল ধারার একজন খ্যতিমান রাজনীতিবিদ। তিনি বর্তমানে মিশিগান স্টেটের নাইন কংগ্রেশনাল ডিস্টিক্টের ডেমক্রেটিক দলীয় ডেলিগেট। মিশিগান ওয়ারেন এডুকেশন বোর্ডের ইলেক্টেড ট্রাস্টি এবং ওয়ারেন সিটির একজন সম্মানিত কমিশনারও। শুধু তাই নয়, এই শাহাব উদ্দিন একাধারে একজন শিক্ষাবিদ, দানশীল ব্যক্তিত্ব। এমনকি নানা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত।
তিনি শুধু প্রবাসী বাংলাদেশী নন বরং আমেরিকায়ও ইয়েমেনিসহ অন্যান্য দেশিদের কাছেও বেশ পরিচিত। বন্ধুত্ব তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে, বাংলাদেশি কমিউনিটির নারী পুরুষের পাশাপাশি সকলের সঙ্গেই রয়েছে তার মধুর ও চমৎকার সম্পর্ক। আর সে সুবাধেই খাজা শাহাব আহমেদ আসছে ওই নির্বাচনে ভালো ফলাফল বয়ে আনাটা অস্বাভাবিক কিছু নয়।

এদিকে, ওয়াইন কাউন্টি কমিশনার পদে বাংলাদেশী বংশোভূত আরেক সুপরিচিত মুখ টগবগে তরুণ আরমানি আসাদ এবং একজিটিউটিভ পদে এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর মিশিগান সভাপতি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমিউনিটি লিডার ডক্টর রাব্বি আলমও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দু’জন প্রার্থীও বেশ জনপ্রিয়।
যুক্তরাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ শক্তিশালী নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে পুরো মিশিগান জুড়ে বইছে জুরেসুরে আলোচনার ঝড়। সেই সঙ্গে ভোটারদের মাঝেও সৃষ্টি হয়েছে তুমুল কৌতুহল। মিশিগানে বাংলাদেশী বংশোভূত নাগরিকদের সঙ্গে আমেরিকানদের রয়েছে বেশ সখ্যতা। সেই সুবাধে ভোটারদের মাঝে বাংলাদেশী প্রার্থীদের অবস্থান বেশ শক্তিশালী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here