বৈধ ভিসাসহ পাসপোর্ট হারিয়ে/চুরি যাওয়া
আমার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসাসহ পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কী করব?
যদি আপনার যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা সম্বলিত পাসপোর্ট হারিয়ে বা চুরি হয়ে যায়, তাহলে আপনাকে দ্রুত ঘটনাটি ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার বিভাগে জানাতে হবে। পাসপোর্ট হারিয়ে যাওয়ার বিষয়টি অবশ্যই স্থানীয় থানায়ও জানিয়ে পুলিশ রিপোর্ট সংগ্রহ করতে হবে (জিডি বা সাধারণ ডায়েরি)। আর এ নথিটি যদি বাংলা ভাষায় হয়ে থাকে তবে অনুগ্রহ করে আমাদের একটি ইংরেজি অনুবাদকৃত কপি দিন)। তারপর আপনার ভিসা চুরি যাওয়ার বিষয়টি জানিয়ে নিম্নলিখিত কাগজপত্রসহ support-bangladesh@ustraveldocs.com এই ঠিকানায় ইমেইল পাঠাবেন:
১. লস্ট অ্যান্ড স্টোলেন ফর্ম পূরণ করতে হবে (লস্ট অ্যান্ড স্টোলেন ফর্ম – পিডিএফ ১৬৬ কেবি)
২. পুলিশ রিপোর্টের (জিডি) অনুলিপি।
আপনার হারিয়ে ফেলা ভিসা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। আপনার পাসপোর্টটি পরে কখনো উদ্ধার হলেও ওই ভিসা আর যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে না।
হারিয়ে যাওয়া বা চুরি হওয়া যুক্তরাষ্ট্রের ভিসা আবার পাওয়া যাবে না বা এর প্রতিলিপি মিলবে না। নতুন পাসপোর্ট পাওয়ার পর আপনি প্রয়োজনে পরে নতুন ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমাদের ওয়েবসাইট www.ustraveldocs.com/bd এর মাধ্যমে আপনাকে সাক্ষাৎকার নির্ধারণ করতে হবে। যুক্তরাষ্ট্রের নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনের বিষয়ে আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
কাস্টমার সার্ভিস প্রতিনিধির সঙ্গে যোগাযোগ
কাস্টমার সার্ভিস প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হলে বিস্তারিত তথ্যের জন্য ওয়েবপেজটি ভিজিট করুন। অথবা নিচের তথ্য অনুযায়ী যোগাযোগ করুন:
ইমেইল:
- ভিসা সংক্রান্ত প্রশ্নের জন্য: support-bangladesh@ustraveldocs.com
- ভিসা বিষয়ক জালিয়াতি, অনিয়ম বা অপরাধের খবর দেওয়ার জন্য: DhakaFraud@state.gov
টেলিফোন:
- বাংলাদেশের মধ্যে: ০৯৬১০২০২০৪০
- যুক্তরাষ্ট্রের ভেতরে: ৭০৩-৯৮৮-৩৪৬৬ কল সেন্টারের কাজের সময় জানার জন্য এখানে ক্লিক করুন।
ফ্যাক্স বা চিঠির মাধ্যমে কোন যোগাযোগ গ্রহণযোগ্য নয়।
- ইউ এস টুরিষ্ট ভিসা আবেদনের পূর্বে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি।
- আমেরিকান ভিসা নিয়ে আপনার প্রশ্ন ও আমাদের উত্তর
- কেন আমেরিকার ভিসা আবেদনে ফেসবুক আইডি গুরুত্বপূর্ণ।
- আমেরিকার ভ্রমন ভিসা রিফিউজ এর কারন গুলি –
- আপনি কি আমেরিকার ৫ বছরের মাল্টিপল ভিসা পেতে আগ্রহী?
- ভিসা ইন্টারভিউতে যে সহজ প্রশ্নের উত্তর ৯০% মানুষ ভুল করে!
- আমেরিকান ভিসা নিয়ে আমাদের ভাবনা
- আমেরিকায় পরিবার বা স্পাউস ভিসা-
- ভিসা সম্পর্কিত প্রতারনা প্রতিরোধ করতে কি করবেন।
- যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ রেমিট্যান্সের জোয়ার
- পুরনো পাসপোর্ট কতটা প্রয়োজনীয়
- বাংলাদেশের প্রবাসী আয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্হান এখন দ্বিতীয়।