আমেরিকা স্টুডেন্ট ভিসা
America Student Visa/ U.S Student Visa
এই ভিসা প্রসেস হতে সময় লাগে মাত্র 15 থেকে 30 কার্য দিবস পর্যন্ত। এই ভিসার মেয়াদ কাল থাকবে যত দিন উচ্চশিক্ষা শেষ না হবে সেই পর্যন্ত।
- ১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।
- ২. আমেরিকার ভিসা আবেদন অফিস এর প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট সাইজ এর ক্লিয়ার রঙিন ছবি।
- ৩. আপনার পছন্দ অনুযায়ী আমেরিকা তে অবস্থান করা যে কোনো বিশ্ববিদ্যালয় এর অফার লেটার।
- ৪. স্কুল এবং কলেজ এর সকল প্রকার মেইন সার্টিফিকেট সমূহ এবং তার সাথে আরও দরকার হবে সেই সকল পরীক্ষা সমূহের মার্কশিট গুুলো।
- ৫. IELTS স্কোর এর সার্টিফিকেট।
- ৬. আমেরিকা তে অবস্থিত বিশ্ববিদ্যালয় এর এপ্লিকেশন ফর্ম।
- ৭. ব্যাংক সলভেন্সি এর পেপারস সমূহ।
- ৮. স্টুডেন্ট ভিসার এপ্লিকেশন ফর্ম।
- ৯. শিক্ষার্থী রা অবশ্যই তাদের সকল প্রকার প্রয়োজনীয় কাগজ সমূহ গুলো ভেরিফিকাশন করে নিতে হবে।
- ১০. স্টুডেন্ট এর লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
- ১১. রিকমেন্ডেশন লেটার অথবা মোটিভেশনাল লেটার।
- ১২. স্টুডেন্ট এর সিভি।
- ১৩. কোভিড- ১৯ এর ভ্যাকসিন এর ডোস এর ফর্ম।
- ১৪. আগের স্কুল কলেজ এর সকল সার্টিফিকেট এর মেইন কপি এবং ফটোকপি তার সাথে অবশ্যই থাকতে হবে শিক্ষাবোর্ড এবং অ্যাম্বাসি কর্তৃক সত্যায়িত কপি।
- ১৫. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- ১৬. ইন্সুইরেন্স এর কপি।
বাংলাদেশ থেকে যারা আমেরিকা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারা এই ওয়েবসাইটটিতে https://bd.usembassy.gov খুব সহজেই 16000 টাকা ফি দেয়ার মাধ্যমে আমেরিকা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।