মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যামেলি ভিসা আবেদনে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়?

আমেরিকা ফ্যামিলি ভিসা

America Family Visa/ U.S Foamily Visa

আমেরিকা ফ্যামিলি ভিসা প্রসেসিং হতে সময় লাগে ১৪ থেকে ১৮ মাস পর্যন্ত। এই ভিসার মেয়াদ কাল থাকবে ১ বছর থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত।

  • ১. লিগেল ডিজিটাল পাসপোর্ট এবং তার কপি।
  • ২.  ভিসা অফিল এর রিকুয়েরমেন্ট অনুযায়ী পাসপোর্ট সাইজ এর সদ্য তোলা রঙিন ছবি।
  • ৩. ইন্সুইরেন্স এর কপি।
  • ৪. বাংলাদেশী নাগরিকত্ব সনদপত্র।
  • ৫. পরিবার এর যেই সদস্য স্পনসর করছে তার আকামার কপি।
  • ৬. জন্ম নিবন্ধন পত্র।
  • ৭. কোভিড-১৯ এর  ভ্যাকসিন ডোস এর আসল ফর্ম।
  • ৮. বিয়ের ছবি।
  • ৯. বিয়েতে উপস্তিত সাক্ষি দের প্রমান স্বরূপ সিগনেচার। 
  • ১০. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • ১১. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
  • ১২. বিয়ের আসল কাবিন নামার কপি।

আমেরিকার ভিসার ক্যাটাগরি

সাধারণত আমেরিকা থেকে এই ধরনের ভিসা ছাড়া আরও অনেক ধরনের ভিসা দেওয়া হয়ে থাকে। সঠিক যোগ্যতা থাকলে আপনারা এই ধরনের বিষয় গুলোর মাধ্যমে খুব সহজেই আমেরিকা যেতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here