U.S Visa/American Visa
আমেরিকা ভিসা U.S Visa/American Visa পাওয়ার উপায় বা আমেরিকা ভিসা U.S Visa/American Visa কিভাবে পাওয়া যায় এইসম্পর্কে আমাদের জানার আগ্রহের কমতি নেই।
U.S /American আমেরিকাতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা দেওয়া হয়ে থাকে। আর যেই সকল ভিসা দেওয়া হয় অবশ্যই তাদের ভিসা সম্পর্কিত কিছু নির্দেশনা থাকে সেই নির্দেশনাগুলো মানলে খুব সহজেই আমেরিকা ভিসা U.S Visa/American Visa পাওয়া যায়।
আমেরিকা ওয়ার্ক ভিসা
America Work permit Visa/ U.S Work permit Visa
আমেরিকা ওয়ার্ক ভিসা America Work permit Visa/ U.S Work permit Visa প্রসেসিং হতে সময় লাগতে পারে প্রায় ৩ থেকে ৫ সপ্তাহ । এই ভিসার মেয়াদ প্রায় ৬ বছর পর্যন্ত হয়ে থাকে। পরবর্তী তে আপনি চাইলে আবার রিনিউ করতে পারবেন।
- ১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।
- ২. পাসপোর্ট সাইজ এর সদ্য তোলা রঙিন ছবি।
- ৩. দেশী নাগরিকত্ব সনদপত্র।
- ৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
- ৫. যে স্পনসর করছে তার আকামার কপি।
- ৬. জন্ম নিবন্ধন পত্র।
- ৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- ৮. মেডিকেল ফিটনেস এর ত্যায়িত কাগজ পত্র।
- ৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
- ১০. ব্যাংক এর পেপার সমুহ।
যারা আমেরিকাতে শুধুমাত্র সিজনাল কাজের জন্য ভিসা করতে চান তারাও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমেরিকা ভিসা আবেদন খুব সহজেই করতে পারবেন https://bd.usembassy.gov