আমেরিকার ভিসার ক্যাটাগরি
- আমেরিকা ওয়ার্ক ভিসা America Work permit Visa/ U.S Work permit Visa
- আমেরিকার টুরিস্ট ভিসা America Tourist Visa/ U.S Tourist Visa
- আমেরিকা স্টুডেন্ট ভিসা America Student Visa/ U.S Student Visa
- আমেরিকা ফ্যামিলি ভিসা America Family Visa/ U.S Foamily Visa
- সাংবাদিকতা ভিসাঃ
- ইনভেস্টের ভিসাঃ
মেডিকেল ভিসা
- কনফারেন্স ভিসা
- নাবিক ও পাইলটদের ভিসাঃ
- আমেরিকা ডিভি ভিসা America DV Visa/ U.S DV Visa
- আমেরিকার বিজনসে ভিসা America Business Visa/ U.S Business Visa
- আমেরিকা অভিবাসন ভিসা America Immigration Visa/ U.S Immigration Visa
সাধারণত আমেরিকা থেকে এই ধরনের ভিসা ছাড়া আরও অনেক ধরনের ভিসা দেওয়া হয়ে থাকে। সঠিক যোগ্যতা থাকলে আপনারা এই ধরনের বিষয় গুলোর মাধ্যমে খুব সহজেই আমেরিকা যেতে পারবেন।
আমেরিকার টুরিস্ট ভিসা
America Tourist Visa/ U.S Tourist Visa

- আপনাকে ভালো বেতনের চাকুরীজীবী অথবা ভাল আয়ের ব্যবসায়ী হতে হবে।
- চাকুরীজীবীর ক্ষেত্রে অফিস থেকে অফিসের প্যাডে NOC এবং Salary Certificate জমা দিতে হবে।
- ব্যবসায়ীর ক্ষেত্রে আপডেট ট্রেড লাইসেন্সের কপি এবং মাসিক আয় দেখাতে হবে।
- চাকুরীজীবীর ব্যাংক Salary Account থাকতে হবে এবং ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে।
- আপনার মাসিক আয়ের সাথে ব্যয় এবং ব্যাংকে অবশিষ্ট সেভিংসের একটা মিল থাকতে হবে।
- আলাদা একাধিক ব্যাংক সেভিংস একাউন্ট দেখানো যেতে পারে।
- ব্যাংক স্টেটমেন্ট এর একটা ধারাবাহিকতা থাকতে হবে দুই দিনের মধ্যে লাখ লাখ টাকা জমা দিলে হবেনা।
- এতে তারা একাউন্ট সাজানো মনে করেন এবং ভাবেন আপনি যে কারো কাছে টাকা ধার করে ভিসার জন্য জমা দিয়েছেন।
- TIN সার্টিফিকেট থাকতে হবে। ট্যাক্স রিটার্ন এক ডকুমেন্ট থাকতে হবে।
- দীর্ঘদিনের FDR অথবা সঞ্চয়পত্র থাকতে হবে (ভিসার জন্য নতুন করলে হবেনা)।
- যেকোন সম্পদ যেমন নিজের নামে জমি বা ফ্লাটের দলিল অধিক গ্রহণযোগ্য।
- বছরে এক অথবা দুইবার বিদেশ ভ্রমণ থাকা ভাল ভিসার জন্য ১০ দিনের মধ্যে তিনটা দেশ ঘুরলে হবে না তাহলে এটি সাজানো মনে হবে।
- বিবাহিতদের জন্য ভিসা পাওয়া অগ্রধিকার থাকে কিন্তুু সেক্ষেত্রে আপনার আয়ের সোর্স টাও ষ্টং হতে হবে। এছাড়াও স্বামী স্ত্রী উভয়কেই একসাথে একই সময়ে পূর্বে বিদেশ ভ্রমণের প্রমাণ থাকতে হবে।
- শুধুমাত্র ঘুরার উদ্দেশ্য নিয়ে নয় বরং বিভিন্ন অকেশনের উদ্দেশ্য হাইলাইট করা ভিসার জন্য ভাল।
- ইনভাইটেশন অথবা হোটেল বুকিং থাকতে হবে আবার অনেক ক্ষেত্রে ইনভাইটেশন জরুরী ( ইনভাইটেশন লেটার টি দূতাবাস বা কতৃপক্ষের অফিসিয়াল নিয়ম অনুযায়ী ইসুকৃত হতে হবে হবে।
- (এই লিংক টিতে কিভাবে ভ্রমন ভিসার ইনভাইটেশন হবে তা জানতে পারবেন।
- https://m.facebook.com/story.php?story_fbid=174674394673349&id=100063923671115


আমেরিকা টুরিস্ট ভিসাঃ
- ১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।
- ২. পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।
- ৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।
- ৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
- ৫. স্পনসর এর আকামার কপি।
- ৬. জন্ম নিবন্ধন পত্র।
- ৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- ৮. ইন্সুইরেন্স সংক্রান্ত সকল কাগজ পত্র।
- ৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
- ১০. ব্যাংক এর পেপারস।
আমেরিকার বিজনসে ভিসা
America Business Visa/ U.S Business Visa
আমেরিকা বিজনেস ভিসাঃ
আমেরিকা বিজনেস ভিসা প্রসেসিং হতে সময় লাগতে পারে প্রায় ৩ থেকে ৫ সপ্তাহ পরিমাণ কার্য দিবস সময় পর্যন্ত। এই ভিসার মেয়াদ কাল হলো সর্বোচ্চ ১ বছর পর্যন্ত।
১. লিগেল ডিজিটাল পাসপোর্ট।
২. পাসপোর্ট সাইজ এর রিসেন্ট তোলা রঙিন ছবি।
৩. বাংলাদেশ এর নাগরিকত্ব সনদপত্র।
৪. কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
৫. স্পনসর এর আকামার কপি।
৬. জন্ম নিবন্ধন পত্র।
৭. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৮. বিজনেস সংক্রান্ত সকল কাগজ পত্র।
৯. লিগেল আইডেন্টিটি ডকুমেন্টস।
১০. ব্যাংক এর পেপারস।
১১. ইন্সুইরেন্স এর কাগজ পত্র।
বাংলাদেশ থেকে যদি আপনারা আমেরিকা টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনারা সরাসরি এই https://bd.usembassy.gov ওয়েবসাইটের মাধ্যমে আমেরিকা টুরিস্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন।