ভিসা ইন্টারভিউতে যে সহজ প্রশ্নের উত্তর ৯০% মানুষ ভুল করে!

ভিসা ইন্টারভিউতে সাধারণ ও কমন একটি প্রশ্নের উত্তর ৯০% ভিসা আবেদনকারী সঠিকভাবে দিতে পারে না।

প্রশ্ন টি হলো আপনি কি করেন?

এর মেইন কারন হচ্ছে বেশীর ভাগ ক্ষেত্রেই সবাই একই উত্তর দিয়ে থাকে যে আমি ব্যবসা করি। একবার ভাবুনতো পাড়ার মোড়ের পান দোকানের মালিক বলে আমি ব্যবসা করি অন্য দিকে একটি বড় গ্রুপঅব কোম্পানির মালিকও একই কথা বলে। পাড়ার দোকানের মালিক যেই রং এর ট্রেড লাইসেন্স দেখায় বড় একজন ব্যবসায়ীও একই রং এর একই অথরিটি কতৃক ইসুকৃত ট্রেড লাইসেন্স ও ডকুমেন্টস দেখায়।

একজন ভিসা অফিসার সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠান দেখতে যায় না আপনার ডকুমেন্ট উপষ্হাপন ছাড়াও আপনার বডি ল্যংগুয়েজ ও পোষাক ও রুচিবোধের মূল্যায়ন করেই সিদ্ধান্ত নিতে পারেন আপনার ব্যবসায়িক অবস্থা কেমন,বা আপনি কোন ক্যটাগরির ব্যবসায়ী। ডকুমেন্ট উপস্হাপন কৌশলটিই হচ্ছে প্রধান বিষয়।

একটা বিষয় খেয়াল করূন একজন ড্রাইভার সেজেগুজে যেভাবেই গাড়িতে বসুক নাকেন তাকে ড্রাইভার এর মতোই দেখাবে। আর একজন গাড়ির মালিক সাধারণ লুঙ্গি পরে বসলেও তাকে কিন্তু মালিকের মতোই দেখাবে। একজন বড় ব্যবসায়ির ডকুমেন্টস সাজানোর কৌশল চিই হবে একটু ভিন্ন।

একটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যে পেশায় জড়িত থাকেননা কেন আপনাকে প্রমান করতে হবে আপনি সেই পেশায় সত্যিই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গুরুত্ব প্রমাণের সাপোর্টিং ডকুমেন্টস।

আরো বিস্তারিত জানতে আমেরিকান ভিসা সংবাদ। পেইজটির অন্যান্য পোষ্ট গুলি দেখুন।

এছাড়াও কল করে সহযোগীতা নিতে পারেন +8801973151301 (হোয়াটসঅ্যাপ)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here