জন্মসূত্রে একজন বাংলাদেশী হয়ে আমি কি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে গ্রীন কার্ড ও মার্কিন নাগরিকত্ব পাবার জন্য আবেদন করতে পারি?

আমেরিকার নাগরিকত্ব পেতে হলে প্রথমে আপনাকে আমেরিকার গ্রিনকার্ড পেতে হবে। গ্রীন কার্ড পাওয়ার জন্য আপনার সামনে যে সকল পথ খোলা আছে তা হল

১. পারিবারিকভিত্তিতে : পারিবারিকভিত্তিতে গ্রীন কার্ড পেতে হলে আপনাকে একজন মার্কিন নাগরিকের যার বয়স অন্তত ২১ বছর তার স্বামী স্ত্রী/ পিতা মাতা বা ভাই বোন হতে হবে অথবা একজন গ্রীন কার্ড হোল্ডারের স্বামী স্ত্রী বা ১৮ বছরের নিচের কম বয়সের সন্তান হতে হবে

২. কর্ম ভিত্তিতে :

ক. এক্ষেত্রে একটি আমেরিকান কোম্পানিকে আপনার হয়ে অ্যাপ্লাই করতে হবে

খ. বিভিন্ন ক্যাটাগরি:

ইবি-১: অসাধারণ সম্ভাব্য অভিবাসী (যেমন ধরুন নোবেল প্রাইজ পাওয়ার মত), দুর্দান্ত গবেষক বা মাল্টিন্যাশনাল কোম্পানির নির্বাহী ও ম্যানেজার যার আমেরিকার বাইরে নির্বাহী বা ম্যানেজার পদে অন্তত এক বছরের অভিজ্ঞতা আছে এবং আমেরিকাতেও ম্যানেজার বা নির্বাহী হিসেবে আসতে হবে

ইবি-২: উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী (সচরাচর মাস্টার্স ডিগ্রী বা তার সমতুল্য ডিগ্রী লাগে)। সম্ভাব্য নিয়োগকর্তাকে চাকরির বিজ্ঞাপন দিতে হবে এবং এই চাকরির জন্য কোনো যোগ্য আমেরিকান চাকরিপ্রার্থী থাকা চলবে না, লেবার সার্টিফিকেটও প্রয়োজন।

ইবি-৩: লেবার সার্টিফিকেট ওয়ালা দক্ষ কর্মী (ব্যাচেলর ডিগ্রী বা তার সমকক্ষ অভিজ্ঞতা) ও অদক্ষ কর্মী (অন্তত উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এর জন্য কোটা খুবই সীমিত)

ইবি-৪: ধর্মীয় কর্মী হিসেবেও গ্রিন কার্ড পাওয়া সম্ভব

৩. বিনিয়োগ ভিত্তিতে : এই পন্থায় গ্রীন কার্ড পেতে হলে আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আমেরিকায় কোন ব্যবসায় অন্তত ১০ লক্ষ ডলার বিনিয়োগ করতে হবে এবং নির্দিষ্ট সংখ্যক আমেরিকান কর্মী নিয়োগ দিতে হবে।

৪. ডাইভারসিটি ভিসা লটারি : এই পদ্ধতিতে প্রতিবছর ৫০০০০ ব্যক্তিকে গ্রিন কার্ড দেওয়া হয়। তবে আপনি যেহেতু বাংলাদেশে হতে তাই আপনি এর জন্য আবেদন করতে পারবেন না কারণ কোন দেশ হতে একটি নির্দিষ্ট শতাংশ নাগরিক গ্রীনকার্ড পেয়ে গেলে সেই দেশের জন্য এই নিয়ম আর প্রযোজ্য নয়

তো এসব শর্তের কোন একটি পূরণ করে আপনাকে প্রথমে গ্রীনকার্ড অর্জন করতে হবে। ভার্সিটিতে অধ্যায়নরত অবস্থায় গ্রীন কার্ড অর্জন অসম্ভব কিছু নয় তবে আপনি ইবি-২ এর মত (যেটাতে মাস্টার্স ডিগ্রী প্রয়োজন) আরো কয়েকটি শর্ত পূরণের যোগ্য নন।

একবার আপনি গ্রীন কার্ড পেয়ে গেলে আপনাকে একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে আমেরিকার নাগরিক হওয়ার জন্য। দুই ধরনের সম্ভাব্য ক্ষণগণনা রয়েছে যা হল

আপনি যদি কোন আমেরিকার নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকেন তাহলে অন্তত তিন বছর

আর যদি না থাকেন তবে সে ক্ষেত্রে অন্তত পাঁচ বছর অপেক্ষা করতে হবে

মনে রাখা ভাল আমেরিকার নাগরিকত্ব পাওয়ার ক্ষণ গণনা শুরু হয় না যতক্ষণ না পর্যন্ত গ্রিন কার্ড ইস্যু করা হয়। সুতরাং আপনি কত বছর ধরে আপনার ভার্সিটিতে অধ্যায়নরত আছেন তা এ ক্ষেত্রে বিবেচ্য নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here