আমাদের দেশের সাধারন মানুষ আমেরিকার টুরিষ্ট ভিসা সর্ম্পকে তেমন কোন সঠিক ধারনা পায়না তাই ভিসা সংক্রান্ত বিষয়ে যে কোন ভাবেই মানুষ প্রতারনার স্বীকার হয় । একটি মজার বিষয় হচ্ছে বেশির ভাগ ক্ষেত্রে প্রতারনার স্বীকার হচ্ছে একজন শিক্ষিত মানুষ আর প্রতারিত করছে একজন সামান্য শিক্ষিত বা সম্পূর্ন অশিক্ষিত মানুষ। তাই সকলের প্রতি অনুরোধ সুন্দর ডেকরেশন করা অফিস বা সুন্দর চেহারার পরামশক আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন রকমের সহয়োগীতা করেনা।ভিসা পাওয়া না পাওয়ার বিষয়ে মূল ভূমিকা হচ্ছে ,আপনাকে সঠিক পক্রিয়ায় এইদেশে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে উপস্হপন করা ।আপনাকে য়ৌক্তিক ভাবে ভিসা প্রাপ্তির আবেদন করতে হবে।যৌক্তকতা প্রমান করা ভিসা প্রাপ্তির প্রধান শর্ত।
মনে রাখবেন, ইউ এস এ’র ভিসা কখনও কন্ট্রাকে হয় না। কেবলমাত্র ইউ এস এ্যাম্বাসিই ভিসা দেওয়ার ক্ষমতা রাখে, অন্য কেউ না। আমরা জানি ইউ এস এ্যাম্বাসিতে দুই নাম্বারি কাজের কোন সুযোগ নাই।যারা বলে ভিসা করে দিবো সমস্যা নাই, তারা আসলে আপনার সাথে মিথ্যা বলে। আর আপনি তাদের কথা বিশ্বাস করলেই প্রতারিত হবেন।
B-1/B-2 ভিসাঃ এটি মূলত ট্যুরিষ্ট বা পর্যটক ভিসা। যারা ব্যবসায়িক উদ্দেশ্যে আসতে চায় এবং যারা অবকাশ যাপন করতে চায় তাদের জন্য উন্মুক্ত বলা যায়। তবে এই ভিসায় এসে চাকরি করার কোন অনুমোদন নেই
আমাদের জানতে হবে ও বুঝতে হবে
- বি-১ ও বি-২ ভিসা কি?
- কোন ক্ষেত্রে আপনি বি-১ ক্যাটাগরিতে ভিসা পেতে পারেন ?
- আপনার কোন ধরনের প্রয়োজনে কর্তৃপক্ষ বি-২ ভিসা ক্যাটাগরিতে ভিসা প্রদান করবে?
- ভিসা আবেদনের ক্ষেত্রে দূতাবাস কর্তৃপক্ষ আপনার কাছ মূলত থেকে কি জানতে চাইবে?
- আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে?
- আপনার কোন সনদ পত্রটি আমেরিকান ভিসা প্রাপ্তিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সহায়ক হবে?
- শিক্ষাগত যোগ্যতার সনদ কি সাথে রাখাটা জরুরি?
- শিক্ষা যোগ্যতার সনদের সাথে আরো কি ধরনের সনদ সমুহ আপনার ভিসা প্রাপ্তিতে সহায়ক হতে পারে?
- ভিসা আবেদন পত্র পূরনের পূর্বে আপনার কি ধরনের প্রস্তুতি নেয়া উচিত?
- আমেরিকান দূতাবাসের ভিসা আবেদনের ক্ষেত্রে ইনভাইটেশন লেটার কেমন হ্ওয়া উচিত?
- কোন ধরনের ব্যক্তি কি ভাবে ইনভাইটেশন লেটার ইস্যু করলে ভিসা প্রাপ্তিতে সহায়ক হয়?
- বি-১ ও বি-২ ভিসা আবেদন পত্র জমা দেয়ার ক্ষেত্রে আবেদনের কোন প্রশ্নের দিকে বিশেষ ভাবে দৃষ্টি রাখতে হবে?
- কোন প্রশ্নের উত্তর কি ভাবে দিলে ভিসা প্ওায়ার সম্ভাবনা আছে?
- কোন প্রশ্নের উত্তর কি ভাবে দিলে ভিসা প্ওায়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায়?
- আমেরিকা ভিসা প্ওায়ার ক্ষেত্রে আপনার ট্রাভেল ইতিহাসে কোন কোন দেশের ভিসা থাকলে আপনার ভিসা প্রাপ্তিতে সহায়তা হবে?
- কোন দেশের ভিসা থাকলে আপনার ভিসা প্রদানের ক্ষেত্রে কিছুটা সজাগ দৃষ্টি রাখে?
- আর্থিক সচ্ছলতা প্রমানের ক্ষেত্রে ব্যংক স্টেটমেন্ট কি বাধ্যতামূলক?
- ব্যংক স্টেটমেন্ট ছাড়া আর কি কি ডিকুমেন্ট দ্বারা আপনার আমেরিকান ভিজিট ভিসা বা বি-১ বি-২ প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক হবে?
- স্থাবর অস্থাবর সম্পত্তির দলিল বা প্রপার্টি এসেসমেন্ট কি ভাবে করবে?
- আপনার বাড়তি সম্পদ এর মাঝে গাড়ি কি ভূমিকা রাখতে পারে?
- আমেরিকান এম্বাসিতে ভিসা ইন্টার্ভিউ প্রদানের ক্ষেত্রে শারিরিক প্রস্তুতি নিতে হবে ,এই শারিরিক প্রস্তুতি কিভাবে নিতে হয়?
- ভিসা ইন্টারভিউ এর পূর্বে মানুষিক প্রস্তুতি কি ভাবে নিতে হবে?
- সাক্ষাতকার এর দিন কোন ধরনের পোষাক পরা উচিত?
- ভিসা ইন্টারভিউ প্রদানের দিন কোন প্র্রশ্নের ভূল উত্তরের কারনে ৭৭%ভিসা মোট রির্ফিউজ এর ৭৭% হয়ে থাকে?
- কি প্রক্রিয়ায় আপনি তিন ঘন্টা সময় এর উত্তর তিন মিনিটে তিন ঘন্টা বলার চাইতে ভালো ভাবে বুঝিয়ে দিতে পারবেন?
- ভসা আবেদন করার সময় কোন প্রশ্নের উত্তরটি আপনার ভিসা প্ওায়ার ক্ষেত্রে ৮০% সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে?
- আই কন্টাক কি?
- বডি ল্যংগুয়েজ কি? ভিসা সাক্ষাতকার কালীন সময়ে আপনার বডি ল্যংগুয়েজ কেমন হ্ওয়া উচিত?
- ভিসা সাক্ষাতকার এর সময় প্রয়োজনীয় ডকুমে›্টস সাজানোর কৌশল কি?
- কোন পদ্ধতির মাধ্যমে ভিসা অফিসার কিছু জরুরি ডকুমেন্টস(যা আপনার পারসোনালিটি বাড়িয়ে তুলতে সহায়ক করে)দেখতে বাধ্য হয়ে যায়?
- কোন কারনে ভিসা অফিসার আপনার কোন ডকুমেন্টস না দেখেই রিফিউজ লেটার ধরিয়ে দিবে?
- ভিসা অফিসারের সাথে সাক্ষাতকালীন সময়ে কোন ধরনের ভাষা ব্যবহার করা সম্পূর্ন রূপে অনুচিত?
- কোন ধরনের ভাষা ব্যবহার করলে আপনার দেয়া প্রশ্নের উত্তর সহজেই ভিসা অফিসারকে সহজেই বুঝাতেপারবেন?
- ভিসা সাক্ষাতকার গ্রহনের দিন এম্বাসিতে প্রবেশের পর থেকে সাক্ষাতকার পূর্ব শেষ করার পূর্ব পর্যন্ত যেই ধরনের কাজগুলি করা থেকে সাবধান থাকতে হবে?
আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা
আমেরিকার ভিসা পাওয়ার জন্য নির্দিষ্ট কোন যোগ্যতা উল্লেখ নাই। কিন্তু আপনাকে কিছু নিয়ম–নীতি মেনে আমেরিকার ভিসার জন্য আবেদন করতে হবে। এছাড়াও আমাদের অভিজ্ঞতার আলোকে আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা কি কি তা জানাবো। আমেরিকার ভিসার জন্য আপনাকে এমন ভাবে আবেদন করতে হবে। যাতে আমেরিকান ভিসা কর্তৃপক্ষ, আপনার প্রোফাইল দেখেই, আপনাকে আমেরিকায় প্রবেশ করতে অনুমতি দেয়।
এই কারনে আপনার আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ধরুন আপনি আমেরিকার পরিচয় সম্পর্কে সঠিক কোন তথ্য জানেন না। ভিসার সঠিক তথ্য না জেনে, আপনি হুট করে আমেরিকার ভিসার জন্য আবেদন করে ফেললেন। এভাবে আবেদন করলে আপনি কখনোই আমেরিকান ভিসা পাবেন না।
তাই আপনাকে এমন ভাবে ভিসার জন্য আবেদন করতে হবে। যাতে আপনার আবেদন এর কোয়ালিটি দেখে, ভিসা কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর করে। এই কারণে আপনাকে ভিসার যোগ্যতা সম্পর্কে জানতে হবে।
উদাহরণস্বরূপ বলতে গেলে, ধরুন একজন ব্যক্তির বয়স ৩৫ বছর। সেই ব্যক্তি বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছে। অস্ট্রেলিয়া,কানাডা,সৌদি আরব ও ইন্ডিয়া ইত্যাদি। সেই ব্যক্তির স্ত্রী ও সন্তানদের হয়েছে। তার বাড়ি ভাড়া ও পারিবারিক খরচ বাদে মাসে ইনকাম হয় প্রায় ২ লক্ষ টাকা। এবং সেই ব্যক্তির একটা ব্যবসা রয়েছে। এরকম প্রোফাইল যাদের রয়েছে, সে সকল ব্যক্তি খুব সহজে আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য।
আবার আপনি যদি অবিবাহিত হন। সেক্ষেত্রে আমেরিকার ভিসা পাওয়ার জন্য আপনার ভ্রমণ অভিজ্ঞতার অনেক প্রয়োজন। আমেরিকা সবথেকে তাদের ভিসায় গ্রহণ করে, যারা বিভিন্ন দেশে টুরিস্ট ভিসা নিয়ে ভ্রমণ করে। প্রফেশনাল একজন ইউটিউবার/ভ্রমণকারীর আমেরিকা যাওয়া অনেক সহজ। আপনি যদি প্রতি বছর ৫/৬ দেশ ভ্রমণ করেন। তাহলে খুব সহজেই আমেরিকার ভিসা পেয়ে যাবেন।
আমেরিকা ভিসা কর্তৃপক্ষ সবসময় বিবাহিত মানুষদের বেশি প্রাধান্য দেয়। বিবাহিত ব্যক্তিরা তাদের ফ্যামিলি নিয়ে সহজে আমেরিকা যেতে পারে। কিন্তু এজন্য আপনার মাসিক ইনকাম ভালো হতে হবে। মাসে যাদের ইনকাম ২ লাখের উপরে, তারা খুব সহজেই আমেরিকার ভিসা পেয়ে যায়। মাসে বেশি টাকা ইনকাম এর পাশাপাশি, আপনাকে বেশ কয়েকটি দেশে ভ্রমণ করতে হবে।
এখন যাদের ফ্যামিলি রয়েছে ও মাসিক ইনকাম ১ লক্ষ টাকা। সাথে ৩/৪ দেশ ভ্রমণ করেছে। আপনার যদি এরকম প্রোফাইল থাকে। তাহলে আপনার আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা একটু কম। এইজন্য আপনাকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হবে। এছাড়াও আপনার ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করতে হবে। তাহলে আপনি খুব সহজে আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন।
এখন আপনি যদি অবিবাহিত হন। তাহলে কি আমেরিকার ভিসা পাবেন না। এরকম প্রশ্ন আপনার থাকতে পারে। অবিবাহিত ব্যক্তিদের আমেরিকা ভিসা খুব কম দেওয়া হয়। কিন্তু যাদের ভ্রমণ প্রোফাইল অনেক ভালো। প্রতিবছর প্রায় ১০–১১ দেশ ভ্রমণ করে। তারা অবিবাহিত হয়েও আমেরিকা যেতে পারবেন।
এখন আপনার বয়স যদি ৫০ বছরের উর্ধ্বে হয়। আপনার ছেলে–মেয়ে পড়াশোনার জন্য আমেরিকা থাকে। এক্ষেত্রে আপনি কিভাবে আমেরিকা যাবেন। আপনার কোন ছেলে মেয়ে যদি আমেরিকা বসবাস করে। তাহলে আমেরিকার ভিসা পাওয়ার জন্য কোন দেশ ভ্রমণ করা লাগবে না। এছাড়াও ধরুন আপনার মেয়ে গর্ভবতী, আপনি খুব সহজেই আমেরিকা ভিসা পেয়ে যাবেন। এরকম কারণে আমেরিকান ভিসা পাওয়ার জন্য কোন যোগ্যতা লাগেনা।
আমেরিকা যাওয়ার আগে, আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা সম্পর্কে জানতে হবে। আমেরিকা টুরিস্ট ভিসা পাওয়ার জন্য, আপনার দুটি শর্ত পূরণ করতে হবে। আপনার মাসিক ইনকাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি থাকতে হবে। দ্বিতীয়ত আপনার বিভিন্ন দেশে ভ্রমণ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই দুটি শর্ত পূরণ করলে, আপনি আমেরিকা যেতে পারবেন।
ইউ এস টুরিষ্ট ভিসা আবেদনের পূর্বে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি।
আমেরিকান ভিসা নিয়ে আপনার প্রশ্ন ও আমাদের উত্তর
কেন আমেরিকার ভিসা আবেদনে ফেসবুক আইডি গুরুত্বপূর্ণ।
আমেরিকার ভ্রমন ভিসা রিফিউজ এর কারন গুলি –
আপনি কি আমেরিকার ৫ বছরের মাল্টিপল ভিসা পেতে আগ্রহী?
ভিসা ইন্টারভিউতে যে সহজ প্রশ্নের উত্তর ৯০% মানুষ ভুল করে!
আমেরিকান ভিসা নিয়ে আমাদের ভাবনা
আমেরিকায় পরিবার বা স্পাউস ভিসা-
যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ রেমিট্যান্সের জোয়ার
পুরনো পাসপোর্ট কতটা প্রয়োজনীয়
বাংলাদেশের প্রবাসী আয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্হান এখন দ্বিতীয়।